সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন আয়োজিত চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল-২০২৫ এর অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ ও মতবিনিময় সভা ৩১ জুলাই বিষুদবার সম্পন্ন হয়েছে৷ চন্দনাইশ সেন্টার পয়েন্টস্থ নিউমার্কেটে ফাউন্ডেশনের আহবায়ক মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা-শিল্পোদ্যোক্তা ও বিএনপি নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম রাহী এবং ফাউন্ডেশনের উপদেষ্টা- শিল্পোদ্যোক্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফটওয়ার প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম, সাংবাদিক ও লেখক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মোহাম্মদ কামরুদ্দিন, সাংবাদিক খালেদ রায়হান, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল প্রমুখ।
ফেস্টিভ্যালে প্রথম স্থান অর্জন করেছে কিচেন ফ্লেভারের স্বত্বাধিকারী মরিয়ম বেগম, দ্বিতীয় স্থান অর্জন করেছে মায়াতলী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন সাকিব ও তৃতীয় স্থান অর্জন করেন স্বাদের আসরে স্বত্বাধিকারী তাহিয়া সুলতানা। মোট ১২টি স্টলের চন্দনাইশ ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারী স্টল বা সকল উদ্যোক্তার জন্য ক্রেস্ট এবং সনদ বা অভিনন্দনপত্র প্রদান করা হয়।
Leave a Reply