সৈয়দ শিবলী ছাদেক কফিল: অবৈধভাবে মাটি কাটা বন্ধে চন্দনাইশে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
১৩ মে মঙ্গলবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে চন্দনাইশ উপজেলাধীন ৮ নং হাশিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ হাশিমপুর সোনাইছড়ি এলাকায় অবৈধভাবে ফসলের জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলে।
অভিযান পরিচালনা করার সময় অবৈধভাবে মাটি কাটার ব্যবহৃত ১টি এস্কাভেটর ২টি ডাম্পার জব্দ এবং ৫ জনকে আটক করা করা হয়।
আটকরা হলেন মো. নুরুল আমিন (৪০), মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. আ. রহমান (৩৮), মো. রাশেদ মিয়া (৪৫) ও মো. আব্দুল আলীম (৫৫)।
Leave a Reply