বিশেষ প্রতিনিধি: বেশ কয়েক বছর ধরে চন্দনাইশে বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। গত ২২ সেপ্টেম্বর সেনাবাহিনীর একটি টিম ৬ জন পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে। আটককৃতদের শাস্তির দাবীর পাশাপাশি তাদের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে পাহাড়ি এলাকার বাগান মালিক ও শ্রমিকরা।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে চন্দনাইশ কাঞ্চননগর পাহাড়ি এলাকা গুইলদাছড়ি, বরগুনি, খরনা, ওনা ছড়ির বাগান মালিক ও শ্রমিকদের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ বাদামতল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগান মালিক মো. আবছার উদ্দীনের সভাপতিত্বে ফোরকান তুলিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাগান মালিক যথাক্রমে মুন্সি মিয়া, আহমদ হোসেন, শহিদুল ইসলাম, স্থানীয় ব্যক্তিদের মধ্যে আবদুস ছালাম, দিদারুল আলম, মাস্টার ফজল আহমদ, সালাম উদ্দীন, ভুক্তভোগী জসিম উদ্দীন প্রমূখ।
এ সময় বক্তারা অপহরণের সাথে জড়িত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির পাশাপাশি এলাকার কুচক্রী, অর্থ লোভী, পাহাড়ি সন্ত্রাসীদের সাথে যোগসাজশকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। অন্যথায় পাহাড়ি সন্ত্রাসীদের অত্যচারে পেয়ারা, লেবু, আনারস বাগানের শ্রমিকেরা কাজ করতে পারবে না।
Leave a Reply