নিজস্ব প্রতিবেদক:
গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা সহজলভ্য করার প্রত্যয়ে এবং রোগী সাধারণের চাহিদা ও কল্যাণার্থে চন্দনাইশের বৈলতলী ইউনুস মার্কেটে “দিশারী ডেন্টাল পোর্ট” নামক একটি মুখগহ্বর ও দন্ত চিকিৎসালয় স্থাপন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে এ চিকিৎসাসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। এতে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করবেন বৈলতলী ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য স্বর্গীয় ডা. সুধাংশু মেম্বারের নাতি, মেধাবী ও দক্ষ চিকিৎসক ডা. রাজদীপ্ত সুশীল।
আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ দিশারী ডেন্টাল পোর্ট উদ্বোধন করেন বৈলতলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি আলহাজ্ব মো. আবুল হোসেন ভুইঁয়া। এতে সভাপতিত্ব করেন বৈলতলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রাক্তন সেক্রেটারি দিলীপ কুমার সুশীল। সঞ্চালনা মাস্টার অশোক কুমার সুশীল। এতে অতিথি ছিলেন বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম, উপজেলা শিশুবিকাশ একাডেমির পরিচালক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউনুস মার্কেটের প্রতিষ্ঠাতা ইউনুস কোম্পানি, ইউনুস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুস সবুর, ইসলামী ব্যাংক- বৈলতলী আউটলেটের ইনচার্জ কায়দে আজম বক্কর, ইউপি মেম্বার এয়ার মোহাম্মদ, সমাজসেবক অঞ্জন ঘোষ, মো. কলিমউল্লাহ ও শাহাবুদ্দীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তম কুমার সুশীল, উজ্জ্বল কুমার সুশীল, কাজল সুশীল, ইমাদুল হাসান প্রমুখ।
Leave a Reply