আজ ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশের বরমায় জামায়াতের সেন্টার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:
বাংলাদেশ জামায়াতে ইসলামী- বরমা ইউনিয়নের সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বরমা ইসলামিয়া দাখিল মাদরাসায় ২৪ অক্টোবর শুক্রবার সকালে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা বদরুল হক। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলার আমীর মাওলানা কুতুবউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলার সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরমা ইউনিয়নের সভাপতি মাওলানা আতহার হোছাইন। সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন- চন্দনাইশ উপজেলার সেক্রেটারি মু. আবদুল খালেক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি তারেকুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম খসরু, মাস্টার মফিজুল আলম, মাস্টার আবু সোহেল, সৈয়দ লোকমান হোসাইন, মু. জামাল উদদীন, শিল্পী মুহাম্মদ শামীম, জায়েদ বিন আলী, সৈয়দ মহিউল ইসলাম নাদিম, সানিউর রহমান, আবুল বশর, মুহাম্মদ ইদ্রিস, আবু রাসেল, এনামুল হক প্রমুখ।
সম্মেলনে বক্তারা ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর