সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন হলেন ঝন্টু বিকাশ চাকমা। প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তার নিজ জেলা বৃহত্তর চট্টগ্রামের রাঙ্গামাটি পার্বত্য জেলা।
তিনি (ঝন্টু বিকাশ চাকমা) রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খেদারমারা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
তিনি ৩৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণের পর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার দপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরে ২০২৪ সালের অক্টোবরে লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে পদায়ন হয় এবং ওখানেই চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন।
তিনি চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর নিয়মিত দায়িত্বের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাজারী পৌরসভা ও ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
Leave a Reply