চন্দনাইশের দোহাজারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদকসম্রাজ্ঞী মোছাম্মৎ লাকি আক্তার (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার বাড়ি তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার ( ৮ অক্টোবর) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড ডাকবাংলো এলাকা মাহাবুদ্দিনের বাড়ি থেকে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারি মাদকসম্রাজ্ঞী মোছাম্মৎ লাকি আক্তার (৩২) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ডাকবাংলো এলাকার জাফর আহম্মেদের কন্যা।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন নারী মাদক কারবারি মোছাম্মৎ লাকি আক্তার।মাদকসম্রাজ্ঞী মোছাম্মৎ লাকি আক্তার দিনের বেলায় কাপড় সেলাইয়ের কাজ করতেন আর রাতে বাড়িতে মাদক বিক্রি করতেন এবং তাদের একটি মাদক কারবারি দল রয়েছে, তাদের ধরার কাজ চলমান রয়েছে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সংবাদে অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Related posts

শব্দদূষণ রোধে চন্দনাইশে মোবাইল কোর্ট অভিযান: হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায়

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে মসজিদ নিয়ে মোতাওয়াল্লী পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Chatgarsangbad.net

ঈদগাঁওতে প্রবাসীর বসতঘর জবর দখল চেষ্টা- ভাংচুর ও হত্যার হুমকি, থানায় জিডি

Chatgarsangbad.net

Leave a Comment