আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশের গাছবাড়িয়া কলেজগেইট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজগেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন’২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট চলাকালে ১২৪ জন ব্যবসায়ী ভোটার ভোট দেন।

নির্বাচনে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক- মো. মোসলেম মিয়া, অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম মেহেরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব হিরু ও সহ-প্রচার ও দপ্তর সম্পাদক রাজীব দে। একটি পদে কোন প্রার্থী ছিল না।

নির্বাচনে ১০ টি পদের মধ্যে ৪ টি পদের জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোজাম্মেল হক তালুকদার (আনারস), আব্দুস ছবুর (দোয়াত কলম) ও আকতার কামাল সুজন (চেয়ার)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সোলায়মান খোকন (দেয়াল ঘড়ি) ও মো: ইদ্রিস (বই)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল হান্নান (হরিণ), মোহাম্মদ কামরুল হাসান (বাল্ব) ও মোহাম্মদ আবদুর রহমান (সাইকেল)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে এম তসলিম হোসেন (হাঁস) ও মোঃ মোরশেদুল আলম (মাছ)।

নির্বাচনে ১০ টি পদের মধ্যে ৪ টি পদে সরাসরি ভোটে মোজাম্মেল হক তালুকদার (আনারস) ৮৪ ভোট পেয়ে সভাপতি, মোহাম্মদ কামরুল হাসান (বাল্ব) ৬৮ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. সোলায়মান খোকন ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে মো. মোরশেদুল আলম নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতার কামাল সুজন (চেয়ার) ২৮ ও আব্দু ছবুর (দোয়াত কলম) ৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আবদুর রহমান (সাইকেল) ৩৪ ও আবদুল হান্নান (হরিন) ১৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মো. ইদ্রিস (বই) পেয়েছেন ৪৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে কে এম তসলিম হোসেন (হাঁস) পেয়েছেন ৫২ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবদুল মতিন।

নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. কমরুদ্দীন, মো. সরওয়ার আহসান ও কাজী কুতুব উদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর