চন্দনাইশ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ এর নাম ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।
বুধবার (১৬ জুলাই) বিকেলে স্থানীয় হোয়াইট প্লাস কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. বেলাল নূর আজিজী, চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শরিফুল আলম চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মিশকাতুল ইসলাম, চট্টগ্রাম জেলা পূর্বের সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ শরিফুল ইসলাম আজিজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটিয়া থানা সভাপতি মাওলানা মামুনুর রশীদ, চন্দনাইশ থানা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, লোহাগাড়া থানা সভাপতি, মুহাম্মাদ আবছার সহ থানা ও ইউনিয়ন দায়িত্বশীলগণ।
পীর সাহেব চরমোনাই এ সভায় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৪ আসনে (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং জনগণের নিকট ভোট প্রার্থনা করেন।
চট্টগ্রাম-১৪ ( চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) আসনের পদপ্রার্থী চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ার সম্ভ্রান্ত আলেম পরিবারের সন্তান, ইসলামী চিন্তাবিদ, দ্বীনদার, জনবান্ধব ও নীতিনিষ্ঠ মানুষ জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ।
তিনি একাধারে একজন আলিম, চন্দনাইশের সামাজিক, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর নেতৃত্বে জুলাই আন্দোলনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলার প্রতিটি ইউনিট শাখা রাজপথে সরব ছিলেন।
এছাড়াও চট্টগ্রাম-১২ আসনে (পটিয়া) ড. বেলাল নূর আজিজি ও চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া – লোহাগাড়া) মুহাম্মাদ শরীফুল আলম চৌধুরী নাম ঘোষণা করেন।
Leave a Reply