চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।

এবার মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন ১১৩ জন শিক্ষার্থী।

এছাড়াও মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৬১ হাজার ৭৬৫ জন, ছাত্রী ৭৯ হাজার ১৬২ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে ৯৯ হাজার ২৪৬ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ১৯৩ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭৯ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩৫ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে চাই। পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে আমরা সতর্ক অবস্থানে আছি। পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিলেন্স টিম কাজ করছে।


Related posts

চট্টগ্রামে জাতীয়তাবাদী প্রকৌশলীদের ফুটবল উৎসব

Mohammad Mustafa Kamal Nejami

যুদ্ধে ১০ হাজার বেসামরিকের মৃত্যু হয়েছে যুদ্ধে, দাবি ইউক্রেনের

Chatgarsangbad.net

ইসিতে আপিল নিষ্পত্তির ২য় দিন আজ

Chatgarsangbad.net

Leave a Comment