আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম পুরাতন রেলস্টেশনে চোরাই গাড়ি বেচাকেনা, গ্রেপ্তার ৩


নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় চোরাই প্রাইভেটকার ক্রয় বিক্রয়ের সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় চোরাই একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সাড়ে তিনটার দিকে নগরের কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশনের সামনে গ্রামীণ মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে চোরাই প্রাইভেটকার ক্রয় বিক্রয়ের সময় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- চট্টগ্রামের হালিশহর থানার শাপলা আবাসিকের আব্দুল মালেকের ছেলে মো. শামীম (২৫), ফেনী জেলার সোনাগাজি থানাধীন পূর্বচর চান্দিয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (৩০) ও শরীয়তপুর জেলার নড়িয়া থানার মৃত আবুল কাজীর ছেলে কাজী নজরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন রেলস্টেশন এলাকায় চোরাই গাড়ি ক্রয় বিক্রয় করা হচ্ছে এমন সংবাদ শুনে সেখানে অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর