আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের মহানগরীর খুলশী থানায় দায়ের করা ১ টি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. দেলোয়ার ওরফে বাবুলকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৫ জুন) রাতে নগরীর ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭, আজ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২৪ সালের ২৮ জানুয়ারি খুলশী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় (মামলা নম্বর-৩০, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) এজাহারভুক্ত আসামি মো. দেলোয়ার ওই এলাকায় অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো. দেলোয়ার (৪৫) কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাজার এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ওই মামলার এজাহারনামীয় আসামি বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানান, গ্রেপ্তারের পর তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান।