আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা শতাধিক অবৈত স্থাপনা উচ্ছেদ


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাটের কাঁচা বাজার থেকে সাতকানিয়া রাস্তার মাথা পর্যন্ত সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী।বুধবার (১৮ জুন) দুপুর ১ টা থেকে বিকেল ৬.৩০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এই সময় সড়ক ও জনপদ অধিদপ্তর, দোহাজারী বিভাগের উপসহকারী প্রকৌশলী হানিফ উপস্থিত ছিলেন।এছাড়াও উচ্ছেদ অভিযানে সাতকানিয়া সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীসহ, পুলিশ, হাইওয়ে পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।অভিযানে মহাসড়ক ও ফুটফাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এবং যত্রতত্র গাড়ি পার্কিং না করতে ড্রাইভার ও মালিক সমিতির নেতৃবৃন্দের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।এ সময় কেরানিহাটের এক ব্যবসায়ী বলেন,সকালে উচ্ছেদ বিকেলে দখল,আগেও এমন উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন,কিন্তু প্রশাসন চলে যাওয়ার সাথে সাথে তারা আবারও রাস্তা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে,এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারিস্তা করিম বলেন,মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা ও দোকানপাট গড়ে তোলায় প্রতিনিয়ত যানজট ও সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবী ছিল কেরানিহাটকে যানজট মুক্ত করার। জনগণের দাবীর প্রেক্ষিতে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে কেরানিহাটকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযানটি পরিচালনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর