আরফাত হোসেন: ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরধারা’র আয়োজনে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারী হলে রবীন্দ্র নজরুল সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যু বার্ষিক উপলক্ষ্যে সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করবেন সুরধারা’র শিল্পীদের মধ্যে বহ্নি শিখা রক্ষিত, তনুশ্রী বিশ্বাস, সুপ্রিয়া চৌধুরী, অরুন্ধতী চৌধুরী, আঁখি সেন, চুমকি পালিত, নন্দিতা বড়ুয়া, শিল্পী দাশগুপ্তা, সুমিত্রা চৌধুরী, পাপড়ি ভট্টাচাযর্য, লিখি দাশ, সঙ্গীতা গুপ্তা, রুপা দত্ত, পলিত্রী দাশ, বিশাখা নন্দী, সঞ্জিতা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দাশ, সীমা পাল, শিউলি নাথ, পৃথীশ ভট্টাচার্য্য, অর্পিতা দাস ও সংগঠনের পরিচালক, এডভোকেট শুভাগত চৌধুরী।
যন্ত্র সংগীতে ছিলেন নিখিলেশ বড়ুয়া, শ্যামল চন্দ্র দাস, পলাশ দেব, অনুজিত বড়ুয়া লিমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এডভোকেট অর্পিতা দাশ।
Leave a Reply