আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে যুবদল নেতা দিদারুল ইসলাম গ্রেপ্তার


চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড যুবদল নেতা দিদারুল ইসলাম দিদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।

তিনি বলেন, গতকাল রাতে ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, যুবদল নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর