Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

উচ্চ হর্ণ ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


চট্টগ্রামে উচ্চ শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী গাড়ি শনাক্ত করছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি এ ধরনের পাঁচটি গাড়ির চালককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে রাষ্ট্রীয় সংস্থাটি।

সূত্র জানায়, অভিযানে আরো ৭৫টি গাড়ি থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। নগরীর বহদ্দারহাট মোড়, দামপাড়া, আন্দরকিল্লা, জামালখান, মেডিক্যাল গেট, প্রবর্তক মোড়, চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া নগরীর বহদ্দারহাট এলাকার হক মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়ায় দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার এবং অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ্‌ সরকার, জুনিয়র কেমিস্ট শফিকুল ইসলাম প্রমুখ।


Related posts

দোহাজারীতে রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

Saddam Hossain

জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান

Chatgarsangbad.net

বোয়ালখালীতে শেখ রাসেল শিশুপার্ক উদ্ধোধন

Chatgarsangbad.net

Leave a Comment