চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর সাতকানিয়া যুবলীগ নেতা মিন্টু পুলিশের হাতে আটক!


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু (৩৫) অবশেষে পুলিশের জালে আটকা হয়েছে।সাতকানিয়া থানার সাব-ইন্সপেক্টর রোমান হোসেন ১৯ সেপ্টেম্বর জুমাবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রাজমহল ক্লাব হতে গ্রেপ্তার করেন।মিন্টু একই ইউনিয়নের চেয়ারম্যান হফেজ আহমদের পুত্র।

হাফেজ আহমদ সাতকানিয়া উপজেলা
আওয়ামীগের পদধারী নেতা।
গত বছর সরকারী ফরমানে সারাদেশের ন্যায়
হাফেজ আহমদও ইউপি চেয়ারম্যানশীপ হারিয়েছিলেন। কিন্তু কিছুদিন আগে বিএনপি
পন্থী আইনজীবি আব্দুস সালাম মামুনের মাধ্যমে
রীট করে হাইকোর্ট থেকে আদেশ এনে জনগণের বিক্ষোভ উপেক্ষা করে নিজস্ব ক্যাডার বাহিনী
ও দলবল নিয়ে তালা ভেঙ্গে পরিষদের চেয়ারে
আসীন হন। সেদিন গণ বিক্ষোভ দমাতে চট্টগ্রাম হতে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করা হয়েছিল বলে জানা গেছে।

সাতকানিয়া থানার এস আই রোমান হোসেন বলেন, “যুবলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। একটি মার্ডার। আরেকটি নিয়মিত মামলা।”
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি যুবলীগ নেতা দেলোয়ার হোসেন মিন্টুকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন।


Related posts

দুর্ভিক্ষ থেকে দেশবাসীকে বাঁচাতে খাদ্য উৎপাদনে তরুণদের আহ্বান প্রধানমন্ত্রীর

Chatgarsangbad.net

মশা দমনে চসিকের ক্রাশ প্রোগ্রাম, গবেষণাগার চালুর ঘোষণা

Chatgarsangbad.net

টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

Chatgarsangbad.net

Leave a Comment