চকরিয়ার বদরখালীতে অটোরিকশা থেকে গুলি ছুড়ে যুবককে হত্যা


নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপকূলীয় বদরখালী ইউনিয়নে দ্রুতগতির অটোরিকশা থেকে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা গুলি ছুড়ে হত্যা করেছে এক যুবককে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পরে রাত একটার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি অটোরিকশা থেকে টার্গেট করে গুলি ছুড়ে সুহায়েত নামের ওই যুবকের মৃত্যু নিশ্চিত করা হয়। একটি গুলি সুহায়েতের ঘাড়ে লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

গুলিতে খুন হওয়া সুহায়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের পুত্র। এই ঘটনার পর ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, নিহত সোয়ায়েত বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে নিজ এলাকায় ফিরেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত যুবকের লাশ থানায় নেওয়া হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত যুবকের ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, এ রহস্য উদ্‌ঘাটিত হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

 


Related posts

চন্দনাইশের শুচিয়া উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের মিলনমেলা সম্পন্ন

Chatgarsangbad.net

ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, আটক ২

Mohammad Mustafa Kamal Nejami

রাঙ্গুনিয়ায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষে র‍্যালী

Chatgarsangbad.net

Leave a Comment