প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
চকরিয়ায় র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক >>> কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর অপহরণ করে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে চকরিয়া ফাসিয়াখালী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার (১ মে) রাতে চকরিয়া ফাসিয়াখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত নুরুল আমিন(২৭) , চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের,শাহকাটা রিংডং ছগির এলাকার,মোক্তার আহমেদ'র ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। , ভিকটিম চকরিয়া থানার মালুমঘাট ছগিরশাহ কাটার বাসিন্দা। ভিকটিমের সহিত আসামি প্রেমের সম্পর্ক করার চেষ্টা করে কিন্তু ভিকটিম তাতে রাজি না হলে তাকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা রুজু হয়। চকরিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১)। মামলা রুজুর পর আসামি সম্পূর্ণ আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত কর্তৃক আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়।এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ কক্সবাজার এর সদর কোম্পানির আভিযানিক দল কক্সবাজারের চকরিয়া থানার ফাসিয়াখালি এলাকায় গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুরুল আমিন’কে উক্ত সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কক্সবাজার র্যাবের মিডিয়া অফিসার,সহকারী পুলিশ সুপার।
আ. ম. ফারুক
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.