নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় পানি তোলার মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক যুবক।
আজ মঙ্গলবার (১৩ মে) সকালে স্থানীয় লোকজন তাকে মোটরের সাথে জড়িয়ে থাকতে দেখে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর পর পুলিশের কাছে খবর পৌঁছায়।
উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের অলির বাপের পাড়ার বাদশা মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন- মারা যাওয়া ব্যক্তির বাড়ি পাশ্ববর্তী সাহারবিল ইউনিয়নে হতে পারে।
মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
ওসি বলেন- মারা যাওয়া ব্যক্তির লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।