চকবাজারের খালে পড়ে শিশুর মৃত্যু: দুর্ঘটনাস্থলে বাঁশ দিয়ে প্রিভেন্টিভ ওয়াল


চাটগাঁর সংবাদ ডেস্ক:

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা চালকরা জোর করে যেখানে–সেখানে ঢুকিয়ে দেয়। তাদের লাইসেন্স নেই। এসব রিকশার কোনো স্পিড লিমিট নেই। আমরা ইতোমধ্যে চালক এবং মালিকদের সতর্ক করে দিয়েছি। এখন আইন আইনের গতিতে চলবে। ট্রাফিক বিভাগকে বলেছি। আমাদের নিজস্ব যে ম্যাজিস্ট্রেট তারাও মাঠে নামবে। এদের আমরা আইনের আওতায় আনব।

গতকাল সকালে খালে পড়ে নিহত ছয় মাসের শিশু শেহরিজের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় দুর্ঘটনা এড়াতে খালের পাড়ে কী প্রতিবন্ধক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ৩৬টি খাল হচ্ছে সিডিএর। আমরা বারইপাড়ায় একটি মাত্র খাল করছি। সিডিএ যে খালগুলোর কাজ করছে তার অধিকাংশই ইতোমধ্যে রিটেইনিং ওয়াল তুলে দিয়েছে। আপনারা দেখেছেন, এটা করতে গিয়ে বাঁধ দেওয়ায় বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে। তারপরও চট্টগ্রামবাসীকে আমি বলেছি, পরবর্তীতে ভালো সুফল পাওয়ার জন্য কিছুটা হলেও কষ্ট সহ্য করে নিতে। বিশেষ করে অলি–গলি, বাকলিয়া, এসপি অফিসের সামনে এবং বহদ্দারহাটে পানি উঠেছে। কাজেই রিটেইনিং ওয়ালের কার্যক্রম চলছে আমাদের।

তিনি বলেন, যেখানে দুর্ঘটনা হয়েছে সেখানে বাঁশ দিয়ে আমরা প্রিভেন্টিভ ওয়াল দিয়েছি। কিছুদিন আগে সিডিএ সেখানে কাজ করে। খালটি তারা অনেক ক্লিন করেছে। ১২ ফিট গভীর করেছে। যার কারণে দেখেছেন, বাচ্চার মা ও দাদিকে আরো দূরে থেকে উদ্ধার করা হয়। ময়লা থাকলে দূরে যেত না। বাচ্চাটা ছোট হওয়ায় দ্রুত স্রোতে চলে গেছে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে সভা করেছি। আমাদের প্রকৌশলীদের স্পষ্ট বলে দিয়েছি, ম্যানহোলের ঢাকনা ও স্ল্যাব করে দিতে। সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে যেখানে আছে সেখানে তারা করে দিবে। অনেক এলাকা থেকে ঢাকনা ও স্ল্যাব চুরি হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় জনগণকেও সতর্ক করতে হবে।


Related posts

বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ আটক ৪

Mohammad Mustafa Kamal Nejami

ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই

Chatgarsangbad.net

কর কর্তন ও রাজস্ব আদায় সংক্রান্ত মতবিনিময় সভা

Chatgarsangbad.net

Leave a Comment