ঘুমধুম সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি


উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে একটি এসএলআর অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি টহল দল রবিবার (১৭ আগস্ট) বিকালে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।

জানা যায়, সীমান্ত পিলার ৩১ থেকে প্রায় ১০০ গজ পূর্বে শূন্যরেখা সংলগ্ন একটি খালের ভেতর স্থানীয় এক জেলে মাছ ধরার সময় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে বিজিবিকে জানান।

খবর পেয়ে ঘুমধুম বিওপির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি এসএলআর অস্ত্র, একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আমাদের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিজিবি এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, যাতে করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।

 


Related posts

বাঁশখালীর দারুত তাক্বওয়া আল ইসলামিয়া মাদ্রাসায় বই বিতরণ

Chatgarsangbad.net

চট্টগ্রামে পুলিশি সেবা নিশ্চিত করতে সিএমপি কমিশনারের নির্দেশ

Chatgarsangbad.net

চট্টগ্রাম কালুরঘাট সেতু হবে পদ্মা সেতুর আদলে

Chatgarsangbad.net

Leave a Comment