ঘুমধুমে বিদ্যুৎ স্পৃষ্টে উখিয়ার এক যুবকের মৃত্যু!


ভ্রাম্যমান প্রতিনিধি >>> নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিদ্যুৎ স্পৃষ্টে উখিয়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৩ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে ইউনিয়ন’র তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের বার্ষিক সভার কাজ করতে গিয়ে এমন মৃত্যুর ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মোহাম্মদ রায়হান(১৮)। সে উখিয়ার রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের কুতুপালং এলাকার খুইল্যা মিয়া খুলুর ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মসজিদের বার্ষিক সভার মাইক টাঙানো তার হাতে ধরা মাত্রই পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিন ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন রায়হান। তাৎক্ষণিক মসজিদের উঠানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:জাফর ইকবাল বলেন,ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে বিদ্যুৎ স্পৃষ্ট একজনকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল,ওখানে মারা গেছে। এ সংক্রান্তে নিহতের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায় নি।অভিযোগ না পেলে অপমৃত্যু মামলা হবে।


Related posts

৩শত টাকার জন্য রোজাদার’কে পিটিয়ে হত্যা!

Md Maruf

তারেক রহমানের “জাগো বাহে, তিস্তা বাচাঁই” স্লোগানে নতুন স্বপ্নে বিভোর তিস্তা পাড়ের মানুষ

Md Maruf

মিয়ানমারে পাচারের তালিকায় গাড়ী!

Md Maruf

Leave a Comment