ঘুমধুমে উপজেলা প্রশাসনের যৌথ অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা:৫ হাজার ঘনফুট কাঠ জব্দ


ভ্রাম্যমাণ প্রতিবেদক>>>নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে অবৈধ স’মিল পরিচালনায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে দু’টি স’মিল মালিক’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে এবং ৫ হাজার ঘনফুট আকাশমনি কাঠ জব্দ করে বন বিভাগ’কে জিম্মায় দিয়েছে।৫ জানুয়ারী দিনের ১২ টারদিকে এ অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজুখাইয়া এলাকার আবুল কালাম মেম্বারের স’মিল ৫ হাজার এবং ফরিদুল আলমের স’মিল থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ফরিদুল আলমের স’মিলে মজুদকৃত প্রায় ৫ হাজার ঘনফুট( কাগজপত্রবিহীন)আকাশমনি গাছ জব্দ করা হয়।এসব গাছ বনবিভাগের জিম্মায় দেওয়া হয়েছে।নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট ইশরাত জাহান ইতু’র নেতৃত্বে অভিযান পরিচালনা কালে সাথে ছিলেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন, আবুল কাসেম, ফায়ার সার্ভিস কর্মকর্তা,আনসারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, পরিবেশ বিনষ্টকারী অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এদিকে ঘুমধুমে ৪টি ইট ভাটার কার্যক্রম চলমান থাকা স্বত্বেও বার-বার একটি ভাটায় অভিযান, জরিমানা ও ক্ষতিসাধন করে আসছে,অপর ৩টিতে রহস্যজনক ভুমিকা পালন করছে,ফলে অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।এ ক্ষেত্রে কোন মহল প্রশাসনকে প্রভাবিত করে শুধু একটি ভাটায় অভিযান দেখিয়ে অপর ৩টি ইটভাটা থেকে অনৈতিক সুবিধা আদায় করছে একটি চক্র,তা নিয়ে ইটভাটার শ্রমিকদের পাশাপাশি সচেতন মহল’কে ভাবিয়ে তুলছে।


Related posts

হালদায় অভিযানে কারেন্ট জাল জব্দ, দু’জনকে জরিমানা

Mohammad Mustafa Kamal Nejami

আওয়ামী লীগের নতুন কমিটিতে চট্টগ্রামের ৫ নেতা

Chatgarsangbad.net

চন্দনাইশে হিলফুল ফুযুল সৈয়দ বুলার তালুক একতা সংঘের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

Chatgarsangbad.net

Leave a Comment