ঘুমধুমে ইটভাটায় প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে সরকারি নির্দেশনা লংঘন করে কার্যক্রম চালানোর দায়ে অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ সময়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করা হয়।জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার ঘুমধুমের রেজু এলাকার মেসার্স এইচ কে বি , মেসার্স জেড এস বি ব্রিক ও মেসার্স বি এইচ বি ইটভাটা মালিকদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে ৩টি ইটভাটার মালিক’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করা হয়।আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।উক্ত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পুলিশ,দমকল বাহিনীর সদস্য এবং বান্দরবানের পরিবেশ অধিদপ্তর কর্মীরা।


Related posts

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর সমাজ নবগঠিত কমিটির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Md Maruf

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইসলামের পক্ষে জাতীয় সংঘে কথা বলেছে -ড. ইউনূস -শাহজাহান চৌধুরী

Md Maruf

রাঙ্গুনিয়ায় এতিমদের নিয়ে যুব স্কোয়াড রাইডার্সের ইফতার মাহফিল সম্পন্ন

Md Maruf

Leave a Comment