ঘুমধুমে আওয়ামী দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা রক্তাক্ত:মোবাইল ও নগদ টাকা লুট!


ভ্রাম্যমাণ প্রতিবেদক>>>নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় পুর্ব শত্রুতার জেরে এক স্বেচ্ছাসেবকদল নেতার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতারা।এ সময় আহত ব্যক্তির পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল সেট লুটে নিয়েছে হামলাকারীরা।৪ জানুয়ারী সকাল সাড়ে ৯ টারদিকে আজুখাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।আহতের পরিবার ও দলীয় সুত্রে জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম (মুন্সি)’র নেতৃত্বে একদল দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জেরে ঘুমধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক’কে সন্ত্রাসী কায়দায় ব্যাপক মারধর করে তার হাতে থাকা একটি স্মার্ট মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা সহ মানি ব্যাগ ছিনিয়ে নেয়।রেজাউল হক তার ক্ষেতের সবজি বিক্রি করে উখিয়ার কুতুপালং বাজার থেকে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন।রেজাউল হকের শোর চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা মুহূর্তেই ঘটনাস্থল ত্যাগ করেন।আহতাবস্থায় রেজাউল’কে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খাইরুল আমিন,ইউনিয়ন নেতা আবদুল্লাহ রিয়াদসহ সংগঠনের নেতারা।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকদলের নেতারা।নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ(ওসি) মাশরুরুল হক চৌধুরী জানান,এখনো পর্যন্ত কোন অভিযোগ পায় নি।অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


Related posts

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বরকল ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী

Chatgarsangbad.net

অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

Mohammad Mustafa Kamal Nejami

২১ ফেব্রুয়ারি আমির ভান্ডারের কেন্দ্রীয় পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

Chatgarsangbad.net

Leave a Comment