নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিভাগীয় অফিসের হেড অফ সেলস এসএভিপি মাইনুদ্দীন মিশু ও রিজোনাল কো-অর্ডিনেটর বাসু দেব এর উপস্থিতিতে দুই লক্ষ পয়তাল্লিশ হাজার পাঁচশত সাতান্ন টাকার চেক প্রদান করা হয়।
এসময় সেলস প্রধান বলেন, গার্ডিয়ান লাইফ এস বি ও মেয়াদউর্ত্তীন দাবি নিদিষ্ট তারিখে প্রদান করা হয়। বিগত ১০ বছর কোম্পানি ১৪০০ (এক হাজার চারশত কোটি) টাকা। স্বাস্থ্য বীমা, এসবি, ম্যাচুরিটি, মৃত্যুদাবী প্রদান করা হয়।
উল্লেখ্য গত ২০২৪ সালে ৪৩৯ কোটি টাকা পরিশোধ করা হয়।বর্তমানে গার্ডিয়ান লাইফের গ্রাহক সংখ্যা ১ কোটি ৩০ লাখ, বাংলাদেশে ১ম। গ্রুফ বীমা ১ম গার্ডিয়ান লাইফ। সার্ভিস দিক দিয়ে ১ম অনলাইনে।
আমাদের কোন অফিসে ক্যাশ প্রিমিয়ামের টাকা গ্রহন করা হয় না,ব্যাংকের মাধ্যমে সকল প্রেমিয়াম টাকা জমা নেওয়া হয়।