আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় চরম মানবিক বিপর্যয়: ক্ষুধায় ৫, হামলায় ৭১ ফিলিস্তিনির মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক সমালোচনার মধ্যে গাজায় দুর্ভিক্ষ ও সংকট আরও তীব্র হচ্ছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বেশ কিছু মানুষকে হত্যা করেছে। তার উপর অপুষ্টিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেক ফিলিস্তিনি।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪২ জন ত্রাণ নেওয়ার আশায় অপেক্ষায় ছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট ক্ষুধার কারণে হাসপাতালগুলিতে আরও পাঁচজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮৫ জন শিশুও রয়েছে।

এদিকে গাজায় শিশু ও বয়স্ক সহ লাখ লাখ নিরীহ মানুষ যখন ন্যূনতম খাবারের অভাবে মৃত্যুর মুখে ধাবিত, সেই মানবিক বিপর্যয়ের ছবি দেখে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য উদ্বুদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। কিন্তু অধিকাংশই সরাসরি ইসরায়েলকে দায়ী না করে চুপিচুপি “সাহায্য পৌঁছে দিতে হবে” এমন বিবৃতি দিয়ে সময় গড়াতে চাচ্ছে। তবে অনেকেই বিষয়টিকে চরম নৃশংসতা ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।

সিনেটর ক্রিস ভ্যান হোলেন ফেসবুকে লিখেছেন, ‘প্রতিদিনের নির্যাতন আরও ভয়াবহ হচ্ছে… এটা চলতে পারে না।’

অনেকে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত না করে, শুধুমাত্র সহায়তা পৌঁছানোর দাবি করেছেন। কেউ বলেছেন, ‘শিশুদের দুর্দশা দেখে আমার হৃদয় ভেঙে গেছে’। সঙ্গে প্রথাগত ইসরায়েল-সমর্থক প্রচারণার বক্তব্যও দেন।

এই সংকট নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি হওয়ায় ইসরায়েল শনিবার রাতে ঘোষণা করেছে যে তারা রবিবার বেসামরিক কেন্দ্র এবং মানবিক করিডোরে আক্রমণ বন্ধ রাখবে, যাতে সাহায্য সরবরাহ করা যায়।

তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট করেনি যে কোন এলাকায় মানবিক করিডোর দেখা যাবে।

মন্ত্রণালয় আবারও গাজায় সহায়তা বিতরণে ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করেছে, যে দাবি জাতিসংঘ এবং একাধিক সাহায্য ও অধিকার গোষ্ঠী উভয়ই প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক চাপ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের পর তারা গাজা উপত্যকায় বিমান থেকে মানবিক ত্রাণ পাঠাচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে, বিমান থেকে পাঠানো ত্রাণে আটা, চিনি এবং টিনজাত খাবার সমন্বিত সাতটি প্যাকেজ অন্তর্ভুক্ত ছিল।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর