আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাছবাড়ীয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


চন্দনাইশ প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দনাইশ উপজেলার একমাত্র সরকারি কলেজ গাছবাড়িয়া সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক ড. সৌমেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া।

প্রধান অতিথি গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে সুশিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি এ কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান ছরওয়ার, প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইশরাত জাহান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সম্পাতা তালুকদার, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুহাম্মদ জুবাইর আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উজ্জ্বল বড়ুয়া, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর