আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাছবাড়ীয়া সরকারি কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) কে স্বাগত জানিয়ে র‍্যালি


বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজ শিক্ষার্থী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ গাছবাড়ীয়া সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ:) কে স্বাগত জানিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে গিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় আলোচনা সভায় অংশ নেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সাবেক চেয়ারম্যান আলাহজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটির সদস্য প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, মাওলানা আবুল কাশেম আনসারী, গাছবাড়ীয়া খাঁনহাট ও কলেজ গেইট শাখার সভাপতি মুহাম্মদ জাহেদ কোম্পানি, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, মো. মহিউদ্দিন, মো. শাহাদাত হোসেন চৌধুরী।

শিক্ষর্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মিজানুর রহমান, মো. তারেক, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মুহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ আরফাত, ইফতেখার হোসেন বাবলু, তৌহিদুল ইসলাম ইপ্তি, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আরমান, মোহাম্মদ রানা, রবিউল ইসলাম, ওসমান সাকিব, মুহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর