আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ: জহির আজম চৌধুরী


সাদ্দাম হোসেন: ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেছেন,বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দীর্ঘদিনের ভোট দেওয়ার সুযোগ না পাওয়ার হতাশা কাটানো মানুষেরা নির্বাচন চায়। তারা ১৫ থেকে ১৬ বছর ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়। সেই পার্লামেন্ট ও সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আবার সচল হবে এবং একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে।

দল ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ছয় বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ১৫ বছরের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে এবং ‘স্বস্তির নিঃশ্বাস’ ফেলেছে।

ফটিকছড়ি উপজেলায় ১৪ নং নানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন। কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এস এম আজিজ উল্লাহ।

১৪ নং নানুপুর ইউনিয়নের বিএনপি সহ-সভাপতি তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক  হামিদ উল্লাহর সঞ্চালনায় কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব হারুনুর রশিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব বেলাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা তাতী দলের সভাপতি যায়েব উদ্দিন, নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়েজ আহমেদ,সহ-সভাপতি বাবর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মঈনুদ্দিন ইয়ামেনি, নানুপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলাম, নানুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সৈয়দ আবদুল আহাদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মিজানুর রহমান সহ এ সময় ১৪ নং নানুপুর ইউনিয়নের বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর