খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মিলন, সেক্রেটারী রাকিব


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারী মনোনয়ন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন মিলন সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন রাকিব হাসান।আজ ৪ জানুয়ারী দুপুরে নগরীর আল ফারুক সোসাইটিতে ছাত্র শিবির খুলনা মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোট প্রাপ্ত আরাফাত হোসেন মিলনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আরাফাত হোসেন মিলন শাখা সেক্রেটারী হিসেবে রাকিব হাসানকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।


Related posts

চমেকে আনা হয়েছে প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ আহত পুলিশ সদস্যদের

Chatgarsangbad.net

বন্যার তাণ্ডবে লণ্ডভণ্ড চট্টগ্রামের ‘সবজিভাণ্ডার’, শঙ্খচরে নিঃস্ব চাষী

Chatgarsangbad.net

অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় যারা

Chatgarsangbad.net

Leave a Comment