খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে কারাগারে প্রেরন 


খুলনা সংবাদদাতা :

খুলনা মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে কারাগারে প্রেরন করেছে আদালত। আজ ৩০ ডিসেম্বর দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো: আনিসুর রহমান তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

এদিকে মুন্সি মাহাবুব আলম সোহাগকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা আদালত প্রাঙ্গনে বিভিন্ন শ্লোগান দেয় ও বিক্ষোভ মিছিল করে। মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়মুর আলম বলেন,তাকে আমরা গত কয়েকদিন ধরে খুজছি।গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে,তিনি নগরীর তারের পুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের বাড়িতে অবস্থান করছেন।

এমন সংবাদ পেয়ে আমরা সেখানে দিবাগত রাত ১২ টায় অভিযান চালিয়ে গ্রেফতার করি।তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। গত ২৯ আগষ্ট খুলনা সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে খুলনা মেট্রোপলিটন আদালত -১ এ হাজির করা হয়।পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে জেল হাজতে পাঠানো হয়েছে।


Related posts

বিসিএস ক্যাডার হয়ে সফল তারা

Chatgarsangbad.net

বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তালনের দায় ৪জন কে আটক পরে জরিমানা

Chatgarsangbad.net

গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল রহমান আটক

Chatgarsangbad.net

Leave a Comment