খুলনা ময়লাপোতায় নির্মিতব্য প্রকল্পের নকশা পরিবর্তনে মানববন্ধন 

খুলনা ময়লাপোতায় নির্মিতব্য প্রকল্পের নকশা পরিবর্তনে মানববন্ধন 

 

খুলনা মহানগরীর প্রানকেন্দ্র ময়লাপোতা মোড়ের নির্মিতব্য সৌন্দর্য বর্ধন প্রকল্পের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে মানববন্ধনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।

নিরাপদ সড়ক চাই ( নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইউএনবির খুলনা ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সহ সভাপতি মো: রাশেদুল ইসলাম, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো: বাবুল হাওলাদার, দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দীন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো আব্দুর রাজ্জাক রানা, দৈনিক পুর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মাশরুম মুর্শেদ,আমরা বৃহত্তর খুলনা বাসীর সভাপতি ডা: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিসচার মহানগর সহ সভাপতি মো: রুহুল আমীন তালুকদার সোহাগ,মো: আবু মুসা,আফজাল দেওয়ান, মো: শামিম হোসেন, তানিয়া সুলতানা,কার্যনির্বাহী সদস্য মো: শাহনেওয়াজ, সাদ্দাম হোসেন, মোশাররফ হোসেন, হেলাল হোসেন, মো: এম এ সাদী,মো: সজিব, মো: মিন্টু,ফরহাদ হোসেন দারা,কেএইচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খ,ম শাহীন হোসেন, সাংবাদিক আবু হাসান চৌধুরী, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল, ছাত্র আন্দলোনের নাহিদ ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সীমাহীন দুর্নীতি অনিয়ম আর লুটপাটের অভিযোগ রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেের বিরুদ্ধে।

ক্ষমতাসীন দলের তিন বারের মেয়র থাকা সুবাদে কেসিসি ঠিকাদারি কাজের সর্বচ্চো সদ্ধ্যবহার করেছেন। উন্নয়নের নামে লুটপাট করেছেন তিনি।তার আমলে বেশিরভাগ কাজ পেয়েছেন তার পছন্দের ঠিকাদাররা।আর এসব ঠিকাদার রা ঠিকঠাক মত কাজ করেনি।অধিকাংশ কাজই দায় সারা করেছেন। উন্নয়নের নামে লুটপাট করেছেন। খুলনা সিটি কর্পোরেশন নগরীর ২২ টি মোড়ের সৌন্দর্য বর্ধনের যে কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে নগরবাসীর দুর্ভোগ আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

যার প্রমান সম্প্রতি ময়লাপোতায় দৃশ্যমান হচ্ছে।ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদের সামনে ও পিছনে বেশ কিছু রাস্তা বন্ধ করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হবার পর থেকেই বিষয়টি নাগরিকদের দৃষ্টিতে আসে।এ জন্য বক্তব্যরা,অবিলম্বে উক্ত নকশা পরিবর্তনের দাবি জানান। সড়কের প্রশস্ততা কমিয়ে সংকুচিত করে যানজট সৃষ্টি করা হচ্ছে।নগরীর প্রানকেন্দ্রে ব্যস্ততম এলাকায় ইতিপূর্বে অপরিকল্পিত স্থাপনা, সড়কের জায়গা দখল প্রভৃতি কারনে সড়ক সংকুচিত হওয়ায় প্রায়ই কমবেশি যানজট লেগে থাকে। সিটি কর্পোরেশনের যে সব আমলা জনগনের প্রতিবাদের ভাষা বোঝে না তারা সৈরাচারের দোসর। বক্তারা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ও নকশাবিদদের পেশাগত জ্ঞান এবং দুরদর্শিতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। মানববন্ধনে বক্তারা আগামী রোব বারের মধ্যে উক্ত কাজের নকশা পরিবর্তন না হলে সোমবার খুলনা সিটি কর্পোরেশন ঘেরাও করার হুশিয়ারি দেন মানববন্ধনে।

আরো পড়ুন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা প্রতিনিধি,


Related posts

হাছান মাহমুদ আবারো মনোনয়ন পাওয়ায় রাঙ্গুনিয়ায় আনন্দ মিছিল

Chatgarsangbad.net

ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা

Mohammad Mustafa Kamal Nejami

আজ আন্তর্জাতিক পর্বত দিবস

Chatgarsangbad.net

Leave a Comment