খুলনায় রোহিঙ্গা সহ গ্রেফতার ২ জন, বিপুল ইয়াবা ও জাল টাকা উদ্ধার।


মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> খুলনায় ৯ হাজার পিচ ইয়াবা এবং জাল টাকা সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৭ ফেব্রুয়ারী নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আউটার বাইপাস সোনাডাঙ্গা কফি হাউসের সামনে বলেশ্বরী নামক যশোরগামী বাসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজনের মধ্যে ১জন রোহিঙ্গা। আজ বিকালে কেএমপি সদর দপ্তরে এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং ক্যাম্প ১ ইস্ট এ ১৬ ব্লকের মোজার মিয়ার ছেলে তৌহিদুল করিম এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের মো: শহিদুল খানের ছেলে ইমরান খান। সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুবউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কক্সবাজার থেকে খুলনায় বিপুল পরিমান মাদকের চালান আসছে।চালানটি ধরার জন্য পুলিশের একটি দল সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে তল্লাসি করতে থাকে। তিনি বলেন, কক্সবাজার থেকে খুলনা হয়ে বলেশ্বর পরিবহনটি যশোরে যায়।সকাল সোয়া ৯ টার দিকে ওই পরিবহন আউটার বাইপাস সড়কে প্রবেশ করে। তখন গাড়ির মধ্যে তল্লাসি চালানো হয়।এ সময় গ্রেফতার হওয়া ঔই দুই যুবকের আচরন সন্দেহ জনক হওয়ায় তাদের তল্লাসি চালানো হয়।পুলিশ তাদের কাছে থাকা একটি স্কুলের ব্যাগের মধ্য থেকে ৯ হাজার পিচ ইয়াবা, চার হাজার জাল টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করে।এ সময় পুলিশ তাদের একজনের কাছ থেকে একটি ভুয়া এনআইডি কার্ড জব্দ করে।তিনি আরো বলেন, মাদকের চালানটি তারা খুলনা হয়ে যশোরে নিয়ে যাচ্ছিল।এর আগে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হলেও এটি খুলনার সবচেয়ে বড় চালান।তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( দক্ষিন) মো: মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহা: আহসান হাবিব, পিপিএম ও সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: শফিকুল ইসলাম।


Related posts

সাতকানিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কর্মশালা

Md Maruf

নাইক্ষ্যংছড়িতে অসহায় দুঃস্থদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

Md Maruf

লুট হওয়া মোবাইলসহ সরঞ্জাম উদ্ধার করে ফেরত দিলো বৈষম্যবিরোধী ছাত্রসমাজের এক শিক্ষার্থী

Md Maruf

Leave a Comment