খুলনায় “তারুণ্যের উৎসব” উপলক্ষে জাঁকজমকপূর্ণ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।


রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো >>> খুলনার রূপসা নদীর ১ নং কাস্টম ঘাট থেকে রূপসা ব্রিজ পর্যন্ত “তারুণ্যের উৎসব” উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। হাজারো দর্শকের উপস্থিতিতে নদীর পাড়জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। খুলনা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগীরা এতে অংশ নেন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুরাইয়া আখতার জাহান, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ সরকার (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার, খুলনানৌকাবাইচ প্রতিযোগিতায় সাতটি বাছাড়ী নৌকা অংশ নেয়, যেখানে বিজয়ী হয়—প্রথম স্থান: সুন্দরবন টাইগার, কয়রা,দ্বিতীয় স্থান: জয় মা কালী, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ,তৃতীয় স্থান: মোবাইল বাছাড়ী, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ।প্রতিযোগীতায়,প্রথম পুরস্কার: ৭৫,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার: ৫০,০০০ টাকা, তৃতীয় পুরস্কার: ৩০,০০০ টাকা।সান্ত্বনা পুরস্কার: প্রতিটি অংশগ্রহণকারী দলকে ৫,০০০ টাকা করে প্রদান করা হয় এছাও অতিরিক্ত পুরস্কার: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের আরও ৩০,০০০ টাকা করে প্রদান করা হয়।দুপুর ১২:৩০ মিনিটে খুলনা হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ১ নং কাস্টম ঘাটে গিয়ে শেষ হয়। এরপর প্রধান অতিথি নৌকাবাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।আয়োজক কমিটি জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। খুলনার নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ক্রীড়ার প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত দর্শকরা দারুণ আনন্দ উপভোগ করেন এবং এমন ঐতিহ্যবাহী প্রতিযোগিতা প্রতি বছর আয়োজনের দাবি জানান।


Related posts

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে এক আসামি  গ্রেফতার 

Md Maruf

ব্লগবাড়ির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২” সম্পন্ন

Md Maruf

বাংলাদেশের নির্বাচনী কন্টেন্ট নিয়ে টিকটক শক্ত অবস্থানে

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment