খুলনায় আন-নাহল একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠিত


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সফল ভাবে গতকাল সকাল ১১ টায় আন- নাহল একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান ড. আবুল কালাম আজাদ, শিক্ষকগণ, অভিভাবকরা স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিরা। উদ্ধোধনী অনুষ্ঠান ছিল সরনীয় মুহুর্ত, যেখানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা একসাথে মিলিত হয়ে আন- নাহল একাডেমির শিক্ষার নতুন দিগন্তের সুচনা উৎযাপন করেন। আন- নাহল একাডেমি খুলনায় প্রথম ইংরেজি মিডিয়াম ইসলামিক স্কুল,যা ব্রিটিশ ন্যাশনাল কারিকুলামে সাথে ইসলামি শিক্ষার সমন্বয় করে। এখানে হিফজ কুরআন মুখস্ত বাধ্যতা মুলক এবং সিলেবাস তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি,আরবি) প্রদান করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলায়তের মাধ্যমে, যা বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ পরিবেশিত হয়।এর পর শিক্ষার্থীরা আরবি,ইংরেজি ও বাংলা ভাষায় নাশিদ,বক্তৃতা এবং অভিনয়ের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে।

উপস্থিত সকলে এ পরিবেশনা দেখে মুগদ্ধ হন।অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আবুল কালাম আজাদ,আন- নাহল একাডেমির প্রধান, তার বক্তৃতায় একাডেমির লক্ষ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা একদিকে একাডেমির উৎকর্ষতা এবং অন্য দিকে ইসলামি মুল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মান করবে।

তিনি আরো বলেন, এখানে আমরা শিক্ষার সাথে নৈতিকতা এবং মানবিক মুল্যবোধকে সমানভাবে গুরুত্ব দেব,যা আমাদের শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করবে।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং স্থানীয় সমাজের নেতৃবৃন্দ, যারা আন- নাহল একাডেমির উদ্যোগকে সাধুবাদ জানানএবং তাদের সমর্থন প্রদান করেন। উদ্ধোধনী অনুষ্ঠানটি আন-নাহল একাডেমির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা প্রতিষ্ঠানটির শীর্ষ শিক্ষা ও ইসলামী মুল্যবোধের সংমিশ্রণে শিক্ষার্থীদের নতুন দিগন্তের পথে পরিচালিত করবে।


Related posts

কক্সবাজার সদরে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

Md Maruf

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন

Chatgarsangbad.net

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতকানিয়ায় র‌্যালি ও আলোচনা সভা

Md Maruf

Leave a Comment