নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। কয়েকজন পথচারী ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ পেয়ে তাকে উদ্ধার করে।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পিছনে একটি ড্রেন থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন পথচারী পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পিছনে একটি ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তারা ড্রেন থেকে নবজতাকের কান্না শুনতে পান। পরে পুলিশকে খবর দেওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে নবজাতক চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে সদর উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করেছি। তারা নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
স্থানীয় বাসিন্দা তানভির হোসেন রাকিব বলেন, আমি এলাকায় চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ কান্নার শব্দ শুনে ড্রেনের দিকে যাই, দেখি একটি নবজাতক পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়ার ঘণ্টাখানেক আগে শিশুটির জন্ম হতে পারে।
এদিকে শিশুটির পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি। স্থানীয় মিনু চৌধুরী, তানভির হোসেন রাকিবসহ কয়েকজন বর্তমানে নবজাতকটির দেখভাল করছেন।
এই অমানবিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।