কোরআন পড়ে প্রশান্তি অনুভব, ব্রিটিশ তরুণীর ইসলাম গ্রহণ


আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রিটিশ এই তরুণী। খ্রিস্টান তরুণী গ্যাব্রিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর ফাতেমা নাম বেছে নিয়েছেন যুক্তরাজ্যের ২২ বছর বয়সী এই তরুণী। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, লন্ডনের ইসলামি কেন্দ্রে নবী নন্দিনী হজরত ফাতেমা জাহরা (আ.) এর জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি মুসলমান হওয়ার বিষয়টি ঘোষণা দেন।

ফাতেমা নামটি বেছে নেওয়ার পর তিনি বলেন, ‘এই নামটি নিজের জন্য বেছে নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। তিনি প্রথম দিন কোরআন পড়ার পর নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন। পবিত্র কোরআন তার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। কোরআনে শান্তির বার্তা রয়েছে বলেও জানান তিনি। সব মুসলমানই এই মহীয়সী নারী হজরত ফাতেমা (আ.) কে নিজের আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। তিনি ছিলেন কর্মঠ ও প্রাণোচ্ছল।’


Related posts

গ্রেফতার হলেন যাত্রাবাড়ী থানার সেই ওসি 

Md Maruf

দৈনিক সংগ্রাম পত্রিকা প্রকাশনার ৫০ বছর পুর্তি উপলক্ষে বিশিষ্টজনদের সন্মাননা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Md Maruf

সাতকানিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত।

Md Maruf

Leave a Comment