
নিজস্ব প্রতিবেদক:
কোডেক (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার)'র সৌজন্যে চন্দনাইশ উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী (৬করে খাতা) বিতরণ করা হচ্ছে। প্রথম দিন ৬ নভেম্বর বৃহষ্পতিবার উপজেলার সৈয়দাবাদস্থ উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিনশত এবং পৌরসভার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড়শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
কোডেকের এরিয়া ম্যানেজার ফরিদ খানের সভাপতিত্বে ও ব্র্যাঞ্চ ম্যানেজার কাকলী রায়ের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রধান শিক্ষক মোহাম্মদ হাবীব উল্লাহ ও প্রধান শিক্ষক রোকেয়া বেগম।
অন্যদের উপস্থিত ছিলেন কোডেকের পিও মো. টিপু সুলতান, সর্বশিক্ষক উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রত্না দাশ, মোহাম্মদ মাহবুবল আলম, পান্না দাশ গুপ্তা, পম্পী রানী চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, নাছিমা আকতার, পাঞ্চু দে, সোনিয়া ফারজানা, জন্নাতুল ফেরদৌস, প্রবাল মিত্র, পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহবুবুল আলম, মোছাম্মৎ তাহমিনা বিলকিছ, মো. কামরুল হাছান চৌধুরী, মোছাম্মৎ শাহনেওয়াজ পারভিন, রুজিনা ফেরদৌসী, ইসরাত জাহান চৌধুরী, কুসুম আকতার, সোহেল পারভেজ, নাহিদ সুলতানা প্রমুখ।