নাজিম উদ্দীন,ফটিকছড়ি প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাহ উদ্দীন সাহেবের নেতৃত্বে ফটিকছড়ি উপজেলার আওতাধীন সুয়াবিল ও হারুয়ালছড়ি ইউনিয়নের লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে নাজিরহাট নতুন রাস্তার মাথা থেকে ফটিকছড়ি উপজেলার আওতাধীন সুয়াবিল ও হারুয়ালছড়ি ইউনিয়নে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাহ উদ্দীন বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়,এটি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে।
বিএনপি ক্ষমতায় এলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনেও খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
তিনি আরও বলেন,ফটিকছড়িতে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে কেউ রেড সিগনাল পেয়েছে কেউ গ্রিন সিগন্যাল পেয়েছে আমরা কোন সিগনাল এলাউ করি না দল থেকে যাকে নমিনেশন ডিক্লার দেবে সেদিন থেকেই ওইটাই ফাইনাল সিগন্যাল আর দলের কোন গ্রুপিং এ আমি নেই মূলধারা রাজনীতিতে আছি যদি দল আমাকে যোগ্য মনে করে নমিনেশন আমাকে দিবে দলের জন্য অনেক ত্যাগ তিকক্ষা পার করে এসেছি শেষ বয়সে আমার দলের হাই কমেন্টের কাছে অনুরোধ থাকবে নমিনেশন টা যেন আমাকে দেওয়া হয়। এজন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন,
ফটিকছড়ি উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দীন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য কে এম আজম,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরু উদ্দীন নুরু, ফটিকছড়ি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. বজলুর রহিম, মো. হোসেন, নুরুল আলম মেম্বার, সুজা উদ্দীন, শামসু সিকদার, ওমর ফারুক ডিওক, আমান উল্লাহ,আতিকুজ্জামান চৌধুরী, লোকমান মেম্বার, বদিউল আলম, গিয়াস উদ্দীন, সিরাজুল ইসলাম, সাইফ সুমন, হামিদ উল্লাহ,তপু সাজ্জাদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply