আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কালুরঘাটে সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়লো তরুণী


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: কালুরঘাট সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপিয়ে দিয়েছেন এক তরুণী। ওই তরুণীকে ঝাঁপিয়ে পড়তে দেখে স্থানীয় লোকজনও নদীতে থাকা নৌকার মাঝিরা তাকে উদ্ধার করেছে।

ওই তরুণীর নাম সাদিয়া আকতার। তিনি কি কারণে এমনটি করেছেন তাও জানা সম্ভব হয়নি।

সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেতুর পশ্চিম প্রান্ত থেকে নদীতে ঝাঁপ দেন ওই তরুণী। ঝাঁপ দেওয়ার আগে সেতুর পাটাতনে মোবাইল সেট ও জুতা খুলে রাখেন তরুণী।

তাকে রাত সাড়ে ১০ টার দিকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মো.সম্রাট।

তিনি বলেন, সেতুর উপর থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেতু পারাপাররত লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে নদীতে থাকা নৌকার মাঝিরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর