কালারমারছড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


সরওয়ার কামাল মহেশখালী >>> উৎসব মুখর পরিবেশে মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে সভাপতি পদে জিয়াউর রহমান জিয়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।সহ-সভাপতি পদে মোহাম্মদ জকরিয়া দেয়ালঘড়ি প্রতীকে ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কাইছার হামিদ হরিণ প্রতীকে ২০২ ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন আম প্রতীকে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরাম উদ্দিন চৌধুরী জুয়েল কলসি প্রতীকে ২১৩ ভোট এবং মোহাম্মদ আলমগীর হোছাইন ফুটবল প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন। জুয়েল চৌধুরী তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ বদিউল আলম গোলাপ ফুল প্রতীকে ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিম উল্লাহ বাহাদুর বই প্রতীকে ১৬৮ ভোট পেয়েছেন।সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন-আবদুল আজিজ, মোহাম্মদ সাহাব উদ্দিন, মোরশেদ আলম, মুহাম্মদ রেসালত কাদির, মোঃ শফি আলম, সাজেদুল হাসান মিজান, মাহমুদুল ইসলাম ও জাহেদুল ইসলাম নয়ন।এ নির্বাচনে ৫১৮ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোস্তফা জামান। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি জিয়াউর রহমান জিয়া’র আপন ভাই যুবনেতা মিজানুর রহমান মাতবর।


Related posts

চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার,গ্রেফতার ৪

Md Maruf

সাতকানিয়ায় ২৫ বছরের যুবকের হাতে ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার গ্রেপ্তার ১

Md Maruf

সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে- রেজাউল করিম বাদশ

Md Maruf

Leave a Comment