কাপ্তাইয়ে চোলাই মদ পাচারকালে ৪ জন আটক


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে প্রাইভেট কারে করে পাচারকালে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৪ জনকে আটক করা হয়েছে। চোলাই মদ পাচারে ব্যবহৃত টয়োটা কারটিও জব্দ করা হয়েছে।

আটককৃত মো. শাহেদুল ইসলাম (২৯) এবং মো. ইব্রাহিম (৩২) চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। এছাড়া আটককৃত
সৈকত মহাজন (২৯) ও টিটু দাশ (৩৪) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

ওসি আরোও জানান, বুধবার (২৭ আগস্ট) ভোর ৬ টায় কাপ্তাই থানা এলাকাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগান পুলিশ চেক পোষ্টের সামনে থানার এসআই মো. আজিজুল হক ও এসআই সুজনের নেতৃত্বে পুলিশ ফোর্স করলা প্রাইভেট কার তল্লাশী করে কারের পিছনে বনেটের ভিতর থেকে বস্তাভর্তি অবৈধ ১২০ লিটার চোলাইমদ জব্দ করেন। সেই সাথে কারের মধ্যে থাকা ৪ জনকে আটক করা হয়েছে। চোলাই মদ পাচারে ব্যবহৃত ১টি টয়োটা কার, যাহার রেজিঃ ঢাকামেট্রো গ-১৩-৫৩৫৮ জব্দ করা হয়েছে।

পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু পূর্বক বুধবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

 


Related posts

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের পিছনে চলন্ত লরির ধাক্কা, নিহত ১

Mohammad Mustafa Kamal Nejami

জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলার উদ্যোগে কর্মী সম্মেলন

Chatgarsangbad.net

শারদীয় দুর্গাপূজা চলাকালীন থাকবে প্রশাসনের হেল্পলাইন

Chatgarsangbad.net

Leave a Comment