আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাটগড় মোড়ে ফুটপাত দখলমুক্ত করতে জোরালো পদক্ষেপ নিন: মমতাজ উদ্দিন


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গার কাটগড় মোড়ে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে ব্যবসায়ি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।

গতকাল ১৪ জুলাই সন্ধ্যার পর পরই কাটগড় ব্যবসায়ি সমবায় সমিতির লিমিটেডের আহ্বানে এতে অংশ গ্রহন করেন বাংলাদেশ জামায়াত ইসলাম ও ছাত্র শিবির, বিএনপির অঙ্গ সংগঠন, পতেঙ্গা নাগরিক পরিষদ,পতেঙ্গা থানা জিয়া মঞ্চ, মুসলিমাবাদ সমাজিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ১৩ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের প্রথম দিনে অবৈধ ভাসমান দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে ছিলেন সিএমপির পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

কাটগড় মোড়ে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান, কাটগড় ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি মো.মমতাজ উদ্দিন।

কাটগড় ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি মো.মমতাজ উদ্দিন আরও বলেন, কাটগড় মোড়ে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে সিএমপির পুলিশ প্রশাসন,সিডিএ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর