আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় প্রায় তিন-চার মিনিট স্থায়ী ওই মিছিলে অংশ নেয় ১২ থেকে ১৫ জন যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’—এমন স্লোগান দিতে দিতে মিছিল করে চলে যায়।
মিছিলের নেতৃত্ব দেন ফয়সাল নামের এক ছাত্রলীগ নেতা। তিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং চলতি বছরের ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে।
ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফারহান (২২) নামের এক যুবকসহ তিনজনকে আটক করে। ফারহান সদ্য গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ কর্মী আব্দুল মালেক ওরফে ঘোড়া মালেকের ছেলে। তবে আটক অন্য দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
একাধিক সূত্র জানায়, স্থানীয় কিছু কিশোর-যুবক মজা করে ছাত্রলীগ স্টাইলে স্লোগান দিয়ে মিছিল করে এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ অভিযান চালায়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “ঘটনার খবর পেয়েই অভিযান চালানো হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”