আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক: কর্ণফুলীতে পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শুভ নিমতলা সেগুন বাগা এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মো. জসিম নাতি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার শুভ তার বাবা-মায়ের সাথে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দাদার গ্রামের বাড়ি নোয়াখালী হাতিয়ায় যাওয়ার কথা ছিল। বিয়েতে যাওয়ার জন্য বুধবার সকাল ৮টার দিকে গোসলে করতে পুকুরে যায়। গোসল করে আসতে দেরি হওয়ায় তার বাবা-মা মনে করে তাদের ছেলে দাদু বাড়ি না যাওয়ার জন্য তার নানার বাড়িতে চলে গেছে। শুভ আহমদ ছোটবেলা থেকেই নানার কাছে বড় হয়। অন্যদিকে নানারা ধারণা করেছিল শুভ তার বাবা-মার সাথে দাদার গ্রামের বাড়ি চলে গিয়েছে। তাই তারাও আর কোন খোঁজ নেয়নি। বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা পুকুরে ওই কিশোরের ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর