কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী


আবদুর রাজ্জাক,জেলা প্রতিনিধি,কক্সবাজার ।। কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (১৭মে) জেলা পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কল্যাণ সভায় এপ্রিল মাসের পারফরম্যান্স বিবেচনায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌকস পুলিশ পরিদর্শক ইমন কান্তি চৌধুরীকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত ‍পুলিশ সুপার আহমেদ পেয়ারসহ এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার নয় থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জরা।কল্যাণ সভায় পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সাহসিকতা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।এছাড়া কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীন।


Related posts

লোহাগাড়ার সকল ইউপি চেয়ারম্যান এবং নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন এরফানুল করিম চৌধুরী

Shahidul Islam

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

Mohammad Mustafa Kamal Nejami

২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জব্বাইরজার বলীখেলা’

Chatgarsangbad.net

Leave a Comment