আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সাশ্রয়ী মূল্যে অফিস স্পেস ভাড়া দেয়া হবে


নিউজ ডেস্ক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের খালি স্পেসে অফিস ভাড়া প্রদান করা হবে। নিউইয়র্ক ভিত্তিক প্রায় ৭ লক্ষ বর্গফুটের আন্তর্জাতিক মানের ২৪ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। ২য় তলায় ২৩,০০০ বর্গফুটের খালি স্পেসসহ বিভিন্ন ফ্লোরে ভাড়া উপযোগী বেশ কিছু স্পেস রয়েছে। এতে সাশ্রয়ী মূল্যে নীচ তলায় ওপেন স্পেসে মেলা/পণ্য প্রদর্শনী এবং চতুর্থ তলায় মাল্টিমিডিয়া সুবিধাসহ ১০০ ও ৩৫০ আসন বিশিষ্ট কনফারেন্স হলে সভা/সেমিনার করার সুযোগ রয়েছে।

এছাড়াও ৩য়-১০ম তলা ৪৮,৪০০ ও ১১তম ২১তম তলা পর্যন্ত ১৬,৮০০ বর্গফুট করে সুপ্রশস্ত অফিস স্পেস, ১৪ টি লিফট, তিনটি বেইজমেন্টে ২৫০ টি গাড়ী পার্কিং এবং অত্যাধুনিক হেলিপ্যাড ব্যবস্থা। আরও রয়েছে সেন্ট্রাল এসি, পিডিবি থেকে এক্সপ্রেস ফিডারের মাধ্যমে ২.৪ মেগাওয়াট বৈদ্যুতিক সাবস্টেশন, অফিস সময়ে জেনারেটর সেবা প্রদানে ২টি ১৭৩৫ কেভিএ জেনারেটর, কেন্দ্রীয় অগ্নিশনাক্তকরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইন্টিগ্রেটেড বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (আইবিএমএস)।

ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে সিসিটিভি সিস্টেম এবং সশস্ত্র আনসার বাহিনী, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ক্লিনিং টিম রয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে ইনফিনিটি সুইমিংপুল, রুফডেক রেস্টুরেন্ট, ব্যাংকুয়েট হল, ইন্টারন্যাশনাল কনভেনশন হল, ডব্লিউটিসি ক্লাব, ভিআইপি লাউঞ্জ ও মিটিং রুম। বর্তমানে ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানী, শীর্ষস্থানীয় কর্পোরেট হাউজ এবং ভিসা প্রসেসিং অফিসসমূহ স্পেস বরাদ্দ ও ভাড়া নিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছে।

খালি স্পেস ভাড়া গ্রহণে আগ্রহীরা অফিস চলাকালীন সময়ে সরাসরি চেম্বার ল্যান্ড ফোন ০২৩৩৩৩১৩৩৬৬-৯, মোবাইল: ০১৭৩০৭২৮৪৯৯, ০১৭৫৫৫৫৩৭০৬, ০১৭৩০৭০৭৫৭৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, ৩৮ আগ্রাবাদ চেম্বার হাউস ভবনের নীচ তলা ও দ্বিতীয় তলায় খালি স্পেসও সাশ্রয়ী মূল্যে ভাড়া প্রদান করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর