নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ৭ জন প্রবাসীর লাশ আগামী শনিবার (১৮ অক্টোবর) দেশে পৌঁছাবে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টায় ওমানের একটি স্থানীয় মসজিদে। জানাজা শেষে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় বিমানযোগে মরদেহগুলো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে। একইদিন বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০টার দিকে বিমানটি চট্টগ্রাম পৌঁছাবে বলে জানা গেছে।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো সন্দ্বীপ উপজেলায়। নিহতদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের শেষবারের মতো দেখার অপেক্ষায় দিন গুনছেন।
লাশ দেশে পাঠানোর সব প্রক্রিয়ায় সহযোগিতা করছেন ওমান প্রবাসী বাংলাদেশিরা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত সপ্তাহে ওমানের একটি মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই ৭ প্রবাসীসহ মোট ৮ জন বাংলাদেশি নিহত হন। নিহতরা সবাই জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।